|
অপহরণের পর পুরুষাঙ্গ হারানো শাওনের উপর আসামিদের হামলা, পুলিশ বলছে আসামি পাইনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() অপহরণের পর পুরুষাঙ্গ হারানো শাওনের উপর আসামিদের হামলা, পুলিশ বলছে আসামি পাইনা গত সোমবার রাত ১১ টার দিকে মামলার বাদী ও মামলার সাক্ষীর উপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। এর আগে আসামিদের গ্রেপ্তার ও ন্যায় বিচার চেয়ে গত ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী জানান , গত ৪ অক্টোবর সকাল ১১ টার দিকে মালঞ্চ জিয়ানগর থেকে অটোরিক্সা যোগে কদমতলী আসার পথে ব্রাহ্মাণকিত্তা শ্মশানঘাটের সামনে পৌঁছাইলে বন্যা (শাহালী), সুমন (সুমনা), শাকিল ( শাকিলা) সহ অজ্ঞাতনামা ৩/৪ গতিরোধ করে অটোরিক্সা থেকে নামিয়ে ইচ্ছা , মমো , মহুয়া দেরকে মারধর করে এবং যাওয়ায় সময় আমাকে জোর পূর্বক অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গত ১৫ অক্টোবর রাতে আব্দুলাপুর পোথাইল ব্রিজের গোড়ায় পুরুষাঙ্গ কেটে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, উক্ত ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং -২৫ ) হয়েছে এবং একজন আসামি (বন্যা) গ্রেফতার হয়। বাকি আসামিগণ এবং তাদের সহযোগী চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ আসামি ধরার ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আসামিগণ আমাকে এবং আমার পরিবারের উপর একের পর এক আক্রমণ করছে। মামলা তুলে নেয়ার ব্যাপারে আমাকে চাপ দেয়া হচ্ছে। গত সোমবার রাত ১১ টার দিকে আমাকে ও আমার মামলার সাক্ষীর উপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। আমি চাই উক্ত মামলার সঠিক তদন্ত হোক এবং এই চক্রের সকল সদস্য আইনের আওতায় আসুক। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার কেরানীগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর সুমন মিয়া নতুন সময়কে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য কয়েকবার অভিযান করেছি কিন্তু আসামিদের পাইনি। গ্রেফতারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু নতুন সময়কে বলেন আমরা একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি বাকি আসামি গ্রেফতারের ব্যাপারে অভিযান চলমান। খুব শীগ্রই গ্রেফতার হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
