|
সাজা নিয়ে মুখ খুললেন হাসিনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাজা নিয়ে মুখ খুললেন হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদনে দেখা যায়, আদালতের রায় ঘোষনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একটি অনির্বাচিত সরকারের পক্ষপাতদুষ্ট ট্রাইবুনাল এই রায় দিয়েছে।’ এ ক্ষেত্রে কোনও গণতান্ত্রিক পরিকাঠামো মানা হয়নি বলেও দাবি করেছেন তিনি। হাসিনা আরও বলেন, ‘কোনও যথাযথ ট্রাইবুনালের মুখোমুখি হতে ভয় পাব না যেখানে প্রমাণ ন্যায্য ভাবে খতিয়ে দেখা হবে।’ তার দাবি, তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনও প্রমাণ নেই। ফাঁসির নির্দেশ মানতে চাননি তিনি। এর আগে হাসিনা দাবি করেছিলেন, এই সমস্ত রায়ের পরোয়া তিনি করেন না। আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন। উল্লেখ্য, শুধু হাসিনা নন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাসিনা এবং আসাদুজ্জামান বর্তমানে বাংলাদেশে নেই। এ দিন রায়ের পরে বাংলাদশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দাবি করেছেন, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতকে ফের চিঠি দেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
