|
ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা এ উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি আল মামুন। সভাপতিত্ব করেন ছাত্রশিবির ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আব্দুস সালাম জোবায়ের। এ সময় বক্তারা শিক্ষার্থীদের, জ্ঞানচর্চা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
