|
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনা দাবিতে ১৯ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত
স্নিগ্ধা আঁখি, ঘাটাইল
|
![]() টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনা দাবিতে ১৯ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত ঘাটাইল কলেজ মোড় বিজয় ৭১ চত্বর হতে দেউলাবাড়ী থেকে হামিদপুর পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার জুড়ে তার কর্মী সমর্থকরা হাতে হাত ধরে বিভিন্ন ব্যানার প্লেকার্ড ফেসন্টুন নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। ১৮ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে শুরু হয়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী নারী পুরুষ সমর্থকরা অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঘাটাইল ২নং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাবুল, সাবেক খানা বিএনপি সদস্য মোঃ হাবিবুর রহমান হবি, মোঃ এরশাদ আলী সাবেক সভাপতি ঘাটাইল ২ নং সদর ইউনিয়ন যুবদল, মোঃ সাইফুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক ২ নং ঘাটাইল ইউনিয়ন বিএনপি, মোঃ মতিয়ার রহমান মতি সাবেক সাধারণ সম্পাদক ২ নং ঘাটাইল ইউনিয়ন ছাত্রদল, মোঃ জনি আহমেদ সাবেক সদস্য উপজেলা ছাত্রদল, মোঃ রুবেল সরকার সাবেক যুগ্ন আহবায়ক ২ নং ইউনিয়ন ছাত্রদল,মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ২ নং ঘাটাইল ইউনিয়ন ছাত্রদল, মোহাম্মদ বুলবুল আহমেদ প্রমুখ সহ উপজেলা বিএনপি,, পৌর বিএনপি,যুবদল, ছাত্রদল, মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
