|
সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে?
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে? আজ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয় অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যানে। বিশেষ সুবিধাসম্পন্ন ভ্যানটি দেশেই তৈরি করা হয়েছে। প্রিজনভ্যানটিতে রয়েছে তিনটি পৃথক কেবিন। প্রতি কেবিনে ১২ জন আসামি স্বাচ্ছন্দে বসতে পারবেন। প্রয়োজনে প্রতি কেবিনে ১৫ থেকে ১৬ জনও বসতে পারবেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেবিন আলাদাভাবে তালাবদ্ধ রাখার ব্যবস্থাও করা হয়েছে। পুরো ভ্যানজুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির সুবিধা রয়েছে। ড্রাইভিং কেবিনে চালকসহ চারজন পুলিশ সদস্যের জন্য রয়েছে আরামদায়ক আসন, যেখান থেকে তারা মনিটরের মাধ্যমে ভ্যানের ভেতরের সব কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা আসামিদের সঙ্গে সরাসরি যোগাযোগও রাখতে পারবেন। ভ্যানটির কাঠামো তৈরি হয়েছে দেশেরই এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যদিও এতে ব্যবহৃত ইঞ্জিন ও চেসিস এসেছে জাপানের বিখ্যাত ইসুজু ব্র্যান্ড থেকে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করলেও মূল নকশা, সংযোজন ও প্রযুক্তিগত বাস্তবায়ন সম্পূর্ণ দেশিয় পর্যায়েই করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
