|
ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোমবার (২১ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন ও ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম—যেমন গৌরী, চাঁদনী, ডিউ, নূর—এবং মানসনদহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রির অভিযোগে চারঘাট বাজারের মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস অ্যান্ড হাসিনা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ১০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ প্রসাধনী পণ্য জব্দ করা হয় এবং এসব পণ্য বিক্রি বন্ধে সতর্ক করা হয় প্রতিষ্ঠানগুলিকে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাটের মো. রাহাতুল করিম মিজান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে সহযোগিতা করে চারঘাট থানা পুলিশ। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী বিভাগে নকল ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব পণ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান ত্বকের ক্যান্সারসহ মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
