|
শিক্ষাই একমাত্র টেকসই মাধ্যম: প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিক্ষাই একমাত্র টেকসই মাধ্যম: প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম সোমবার (২০ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মাসিক ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা। ডা. শামীম বলেন, “শিক্ষার মাধ্যমেই বিশ্বের প্রতিযোগিতামূলক সমাজে টিকে থাকা সম্ভব। আমাদের দেশের শিক্ষা কারিকুলাম বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিক্ষার মান উন্নয়নে নীতিনির্ধারকদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি সরকারে যাই, তবে আধুনিক, টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে আনুষঙ্গিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই তারা সফলতার পথে এগিয়ে যাবে।” স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে ডা. শামীম বলেন, “আমাদের দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এখনো অপ্রতুল। এ স্বল্প বাজেটে মানসম্মত উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যতে এই দুই খাতে বাজেট বাড়াতে হবে, তবেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, ড. জমিরুল আকতার, এবং ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেনসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
