|
টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, জিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৩
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, জিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৩ রবিবার (১৯ অক্টোবর) গভীররাতে টঙ্গীর আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। গ্রেফতাররা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪), অনিক (২০) তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় , রবিবার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দিন রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হারুনর রশীদ বলেন, কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই কলেজছাত্র খুনের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রকৃয়াধীন বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
