|
তাড়াশে অন্যের জমিতে লাউ চাষ করে সফল আব্দুল আজিজ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে অন্যের জমিতে লাউ চাষ করে সফল আব্দুল আজিজ পৌর শহরের কোহিত গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল আজিজ। তাঁর পরিবারে স্ত্রী ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে চেষ্টার কমতি নেই এই কৃষকের। কৃষক আব্দুল আজিজ জানান, তাঁর নিজের তেমন চাষের জমি নেই। সে জন্য স্থানীয় আড়ংগাই গ্রামের মাদ্রাসার ৩৩ শতাংশ পতিত জমি এক লাখ বিশ হাজার টাকা লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন। পরিশ্রম ও সঠিক পরিচর্যার ফলে ফলনও হয়েছে বেশ ভালো। কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ না করে শুধু জৈব সার দিয়ে উৎপাদিত লাউয়ের চাহিদাও আছে স্থানীয়দের কাছে। তিনি আরও বলেন, ছেলে-মেয়ের পড়ালেখা ও সংসার চালাতেই মূলত এই উদ্যোগ নিয়েছেন তিনি। বীজ, সার ও মাচায় মাত্র ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এই লাভ তাঁর পরিবারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। লাউয়ের জন্য ব্যবহৃত এই একই জমিতে তিনি শীতের সময়ও চাষাবাদ চালিয়ে যাবেন। লাউ ছাড়াও এই জমিতে বেগুন, টমেটোসহ নানা জাতের শাকসবজির চাষ করার পরিকল্পনা আছে তাঁর। সে জন্য বীজ বুনে চারা তৈরি করে রেখেছেন। রবিবার সকালে কৃষক আব্দুল আজিজ সবজি বাগানে গিয়ে দেখা যায়, তিনি মাচা থেকে লাউ সংগ্রহ করছেন বাজারে নেওয়ার জন্য। স্থানীয়রা বলেন, কৃষক আব্দুল আজিজ একজন আদর্শ কৃষক। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। এলাকায় বিষমুক্ত সবজি, নানা রকম ফসল ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করেন। তিনি প্রমাণ করেছেন, ছোট পরিসরেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষিতে সফলতা অর্জন করা সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, ‘আব্দুল আজিজর মতো কৃষকেরা আমাদের সম্পদ। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকেরাও উৎসাহিত হচ্ছেন। আমরা তাঁর পরিকল্পনা বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
