ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
যাদের বিরুদ্ধে কমপক্ষে দুইটি মামলা হয়নি, দল যেন তাদের মনোনয়ন না দেয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 October, 2025, 8:36 PM

যাদের বিরুদ্ধে কমপক্ষে দুইটি মামলা হয়নি, দল যেন তাদের মনোনয়ন না দেয়

যাদের বিরুদ্ধে কমপক্ষে দুইটি মামলা হয়নি, দল যেন তাদের মনোনয়ন না দেয়

বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদীর আমলে যাদের বিরুদ্ধে কমপক্ষে দুইটি মামলা হয়নি, দল যেন তাদের মনোনয়ন না দেয় এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ।

শুক্রবার (১৭ অক্টোবর) দক্ষিণ সুরমায় করসনা গ্রামবাসীর সহযোগিতায় ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন  যুক্তরাজ্যে অবস্থান করলেও তৎকালীন সময়ে তার নামে দেশে মামলা হয়েছে। দক্ষিণ সুরমার তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। মায়ের লাশ নিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। অথচ এক নেতাকে রিসিভ করতে মেয়র পর্যন্ত বিমানবন্দরে গিয়েছিল। দল তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশাব্যক্ত করেন তিনি।

এম এ মালিক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বলে দিয়েছেন তিনি যেন দেশে আসেন, দেশের মনুষের সেবা করেন, চেয়ারপারসনকে কথা দিয়েছেন তিনি দেশের মানুষের সেবা করতে দেশেই থাকবেন।

তিনি মনে করেন, আগামী নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) গত ১৫ বছর যার মাঠে কাজ করেছিলেন বিএনপি তাকে মনোনয়ন দেবে। এ ক্রাইটেরিয়াতে যদি তিনি না পাড়েন, তাকেও যেন মনোনয়ন না দেওয়া হয়, বলে তিনি মন্তব্য করেন।

আর যারা আওয়ামী লীগের সঙ্গে যারা আঁতাত করে বিগত দিনে চলেছিলেন, তাদেরকে ম্যানেজ পার্টি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দল যেন এ ম্যানেজ পার্টিদের মনোনয়ন না দেয়। তাছাড়া যাকেই দল মনোনয়ন দেবে এম এ মালিক তাকেই সমর্থন দেবেন বলে জানান।

গুমের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদে দেড় হাজার গুমের কথা উল্লেখ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মতো ইলিয়াস আলীকেও ইন্ডিয়া গুম করেছে।ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ কমপক্ষে দেড়হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে।এখনো তাদের ফেরত পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status