|
চন্দ্রদ্বীপে মুনির হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা
মোঃ আল আমিন আকন
|
![]() চন্দ্রদ্বীপে মুনির হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা শোভাযাত্রায় অংশ নেন দুই শতাধিক মোটরসাইকেল আরোহী নেতাকর্মী। তারা চন্দ্রদ্বীপ ইউনিয়নের নয়টি ওয়ার্ড ঘুরে গণসংযোগ করেন এবং প্রতিটি ওয়ার্ডে সংক্ষিপ্ত পথসভা করেন। পরে বিকেল ৪টায় চন্দ্রদ্বীপ হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গনি শিকদার, কালিশুরী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান জব্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিল, সদস্য সচিব মো. তারেক, জিয়া মঞ্চের উপজেলা আহ্বায়ক মো. ফিরোজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
