|
তেঁতুলিয়ায় আর-ডি-আর-এসের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠির সেবা প্রাপ্তিতে অন্তর্ভূক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় আর-ডি-আর-এসের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠির সেবা প্রাপ্তিতে অন্তর্ভূক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ১৫ অক্টোবর ২০২৫ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মূচির আয়োজন করেন আরডিআরএস বাংলাদেশ। কর্মশালায় উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সমাজসেবা অধিদপ্তর, উপজেলা পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তরসহ, উপজেলা কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, পল্লী দারিদ্র বিমোচন , সহ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন স্ব স্ব দপ্তরের কর্মকর্তাগণ। কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বৃদ্ধি করতে হলে সরকারি-বেসরকারি সেবা কার্যক্রমে তাদের সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। এতে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। কর্মশালায় বক্তারা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বাজেট বৃদ্ধি, সেবা প্রাপ্তির সহজলভ্যতা, প্রতিবন্ধীদের উপযোগী অবকাঠামো গঠন, মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। আরডিআরএস বাংলাদেশ জানায়, দেশব্যাপী ৪০৬টি ইউনিয়ন ফেডারেশনের মাধ্যমে বর্তমানে ৩,৮৮৪ জন অনগ্রসর নারী ও পুরুষ সদস্যকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে যুক্ত করা হয়েছে। এদের শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ ও কাউন্সেলিংসহ বিভিন্ন সেবায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অনগ্রসর জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তির সুযোগ বাড়াবে এবং সরকারি সেবাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেনে উপজেলা কৃষি অফিসার: সাবরিনা আফরিন, সমাজসেবা অফিসার: আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার: জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার: মোহাম্মদ মামুন কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা: আবু জাফর , পল্লী উন্নয়ন কর্মকর্তা: আরমান ওহিদ আনসারী । এছাড়াও আর ডি আর এস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার (পঞ্চগড়) আতিকুর রহমান, আর ডি আর এস বাংলাদেশ এর টি ও ইনক্লুয়েশন (রংপুর) জাহিদা মুশতারি, প্রোগাম কো-অডিনেটর ,( সমৃদ্ধি কর্মসূচী) মিঠু চন্দ্র সরকার, কমিউনিটি মোবিলাইজার (পঞ্চগড়) নার্গিস বেগম, ফেডারেশন চেয়ারম্যান ও উপজেলা ফেডারেশন সমন্বয়ন তাজুল ইসলাম ও স্থানীয় পর্যায়ে আরডিআরএসের ফেডারেশনভুক্ত ইউনিয়ন কর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
