|
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানগুলোতে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে পোটলাটি তল্লাশি করে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পরদিন মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে হ্নীলা বিওপি’র রাডারে মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করে। একপর্যায়ে একজন চোরাকারবারী কাছে এলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি হাতে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এসব অভিযানে উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
