ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
ভালুকায় বেতনসহ ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বেতনসহ ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশ: Monday, 13 October, 2025, 3:39 PM

ভালুকায় বেতনসহ ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকায় বেতনসহ ১০ দফা দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার সকালে উপজেলার কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কাউকে চাকরিচ্যুত না করা, ওভারটাইম হার ৬৮ শতাংশ বহাল রাখা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ, টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা, প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা ওভারটাইম নিশ্চিত করা, অবসরের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ, সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি।

শ্রমিক নেতারা জানান, শেফার্ড গ্রুপের বিভিন্ন সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক কর্মরত, এর মধ্যে জিংস সেকশনে আছেন ৬৭০ জন। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নামেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার মো. মোখলেছুর রহমান বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ জোন-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, সাধারণত শ্রমিকদের বেতন ১০ তারিখের পর দেওয়া হয়। তবে এবার ২৩ তারিখে বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নামেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২০ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হলে শ্রমিকরা শান্ত হন।


সাজ্জাদুল আলম খান, ভালুকা 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status