|
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
|
![]() শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ সোমবার (১৩ অক্টোবর ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ডা: মো: মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুফলভোগীদের হাতে এসব ছাগল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ রুকাইয়া আক্তার লিমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, পশু চিকিৎসক মোঃ মিনাল মিয়া শ্রীবরদী মডেল প্রেসক্লাব এর সভাপতি মো: মাসুদুর রহমান সহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
