ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
মেক্সিকোতে প্রবল বন্যায় নিহত ৪৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 October, 2025, 9:48 AM

মেক্সিকোতে প্রবল বন্যায় নিহত ৪৪

মেক্সিকোতে প্রবল বন্যায় নিহত ৪৪

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে এসব এলাকায় অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status