|
জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, শনিবার (১১ অক্টোবর) মন্ট্রিয়েলে অবকাশ যাপন করছিলেন জাস্টিন ও কেটি। সমুদ্রসফরে প্রমোদতরীতে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেছে। এ সময় কেটি পেরি পরেছিলেন কালো রংয়ের সাঁতারের পোশাক। চুল উঁচু করে খোপা বাঁধা। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো শার্ট পরেননি। কালো জিন্সের ট্রাউজার পরেই প্রকৃতির মাঝে গায়িকার উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। জানা যায়, লোকচক্ষুর অন্তরালে এ দুই সেলিব্রেটি নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু পাপ্পারাজিদের ক্যামেরায় তারা ধরা পড়ে যান। এমন ঘনিষ্ঠ ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রসঙ্গত, এর আগেও জাস্টিন ট্রুডো আর কেটি পেরিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে অতীতের সে মুহূর্তে তারা শুধু একান্তে একটি নৈশভোজই সেরেছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
