ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
‘আমার মেয়র, তোমার মেয়র’, বাংলা স্লোগানে বিজয় উদযাপন মামদানির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 November, 2025, 1:40 PM
সর্বশেষ আপডেট: Thursday, 6 November, 2025, 1:42 PM

‘আমার মেয়র, তোমার মেয়র’, বাংলা স্লোগানে বিজয় উদযাপন মামদানির

‘আমার মেয়র, তোমার মেয়র’, বাংলা স্লোগানে বিজয় উদযাপন মামদানির

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন জোহরান মামদানি। তার এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শহরটির বাংলাদেশি সম্প্রদায়ের। আর তাই তো বিজয় উদযাপন অনুষ্ঠানে মামদানির কণ্ঠে শোনা গেলো বাংলা স্লোগান।

বুধবার (৫ নভেম্বর) সমর্থকদের উদ্দেশে মামদানি স্লোগান তুলে বলেন, ‘আমার মেয়র, তোমার মেয়র’। আর সমর্থকেরা একসঙ্গে প্রতিধ্বনি দেন, ‘মামদানি, মামদানি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হাতে মাইক্রোফোন নিয়ে মামদানি নিজেই নেতৃত্ব দিচ্ছেন এই বাংলা স্লোগানের, আর তাতে উল্লাসে ফেটে পড়ছে উপস্থিত জনতা।

মঙ্গলবার রাত থেকে মামদানির জয়ের খবর ছড়িয়ে পড়তেই উৎসবে মেতে ওঠেন সমর্থকেরা। কুইন্সের রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছিল স্লোগান, ‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’, ‘মেয়র অব নিউইয়র্ক, মামদানি মামদানি’, ‘মেয়র অব দ্য ওয়ার্কিং ক্লাস, মামদানি মামদানি।’

নিউইয়র্কের এবারের মেয়র নির্বাচনে প্রায় ২০ লাখের বেশি ভোটার অংশগ্রহণ করেছে, যা গত ছয় দশকের মধ্যে সর্বোচ্চ।

৯১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, মামদানি পেয়েছেন ১০ লাখেরও বেশি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৮ লাখ ৫০ হাজার ভোট। আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৩৭ ভোট।

অর্থাৎ, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। সর্বশেষ হিসাবে, মামদানির প্রাপ্ত ভোট ১০ লাখ ৩৬ হাজার ৫১টি, যা ১৯৬৫ সালের পর কোনো নিউইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status