|
ফিফার শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
নতুন সময় ডেস্ক
|
![]() ফিফার শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প! আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের ২৬তম আসর। তার আগে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ‘ড্র’ অনুষ্ঠিত হবে। সেখানে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল বহুল আলোচিত বিষয়ের একটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার লক্ষ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে নিজেকে নোবেল পাওয়ার যোগ্য দাবি করলেও বারবার হতাশ হতে হয়েছে ট্রাম্পকে। তবে এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকে শান্তিতে পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে যাচ্ছে ফিফার বিশেষ এই পুরস্কার। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। এছাড়া, ২৬তম বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র হওয়ায় এই বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন, কে প্রথম পুরস্কারপ্রাপ্ত হবেন তা ৫ ডিসেম্বরই জানা যাবে। এ নিয়ে মিয়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইনফান্তিনো বলেন, বিশ্ব বর্তমানে বিভক্ত। যারা সমাজের জন্য কাজ করছে, তাদের স্বীকৃতি দেওয়া খুবই দরকার। এমন চিন্তাভাবনায় আমাদের এই উদ্যোগ। পুরস্কার দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, এটাই সঠিক প্ল্যাটফর্ম যেখানে শান্তির জন্য কাজ করা কাউকে পুরস্কৃত করা যেতে পারে। শান্তি প্রতিষ্ঠায় ফুটবল কিছুটা সাহায্য করে, কিন্তু সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার যোগ্য নেতৃত্ব। এ সময় ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে, যাকে আমি সত্যিই ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তবে অবশ্যই তিনি বিশ্বকাপ সম্পর্কিত আমাদের প্রতিটি কাজে খুব সাহায্য করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম চলছে। আর এর অংশ হিসেবে ১০০ মিলিয়ন ডলারের এক দাতব্য কাজের প্রজেক্টে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে নিয়োগ দিয়েছে ফিফা। ৫ ডিসেম্বর হতে যাওয়া বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বিশ্বজুড়ে ১ মিলিয়ন মানুষ দেখবে বলে প্রত্যাশা ইনফান্তিনোর। আর সেখানেই ফিফা সভাপতি ‘পিস প্রাইজ’ তুলে দেবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
