|
তরুণীর দিকে তেড়ে গেল বিশাল সাপ, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() তরুণীর দিকে তেড়ে গেল বিশাল সাপ, ভিডিও ভাইরাল আলোচিত এই ঘটনা ঘটেছে ব্রাজিলে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম দ্য ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের বাসিন্দা ওই তরুণীর নাম বিয়াট্রিজ লোপেজ। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিয়াট্রিজের একটি পোষ্য সাপ আছে। সম্প্রতি সেই সাপটিকেই বাগানে আদর করতে গিয়ে বিপত্তিতে পড়েন তিনি। ভিডিওতে দেখা যায়, বাগানে আরাম করে রোদ পোহাচ্ছে বিশাল বড় একটি বোয়েড সাপ। কালচে সাপটির গায়ে ছোপ ছোপ দাগ। এ সময় বিয়াট্রিজ লোপেজ সেখানে উপস্থিত হন। তিনি এসে সাপটির গায়ে হাত দিতেই তেলেবেগুনে জ্বলে ওঠে সে। তেড়ে যায় লোপেজের দিকে। ভয়ে আঁতকে ওঠেন তিনি। এক লাফে পিছনে সরে যান লোপেজ। এ সময় তার হাত থেকে ফোন পড়ে যায়। এরপর সাপটি মুখ ঘোরালে তিনি ফোনটি উদ্ধার করেন। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। পাশাপাশি তারা সাপকে বিশ্বাস না করারও পরমর্শ দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
