রাতে প্রশ্রাবের জন্য বারবার ঘুম ভাঙে কেন? ডায়াবেটিসের লক্ষণ নয়তো?
নতুন সময় ডেস্ক
|
![]() রাতে প্রশ্রাবের জন্য বারবার ঘুম ভাঙে কেন? ডায়াবেটিসের লক্ষণ নয়তো? কিন্তু বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া ছাড়াও এর পেছনে থাকতে পারে অনেক জটিল রোগ। চলুন, জেনে নেওয়া যাক সেই বিষয়ে— ১. বয়স একটু বাড়লে অনেক সময়ে পুরুষদের প্রস্টেটের সমস্যা দেখা দেয়। যে কারণে বারবার প্রস্রাব পেতে পারে। কারণ এই রোগে ভুক্তভোগীদের একবারে মূত্র বের হতে চায় না। আবার অনেক ক্ষেত্রে প্রস্টেট বড় হয়ে গেলে প্রস্রাব বন্ধ হয়ে যেতেও পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ২. অল্প বয়সিদের মধ্যেও আজকাল স্পাইনাল কর্ডের সমস্যা নজরে আসে। দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে এই সমস্যা ক্রমশ বাড়ছে। যার জন্য অনেক সময়ই বারবার প্রস্রাব পায় কিংবা প্রস্রাব আটকে রাখা যায় না। সেই সঙ্গে পিঠে, কোমরে ব্যথাও থাকতে পারে। এই ধরনের সমস্যা হলে প্রথমেই সজাগ হওয়া জরুরি। ৩. রাতে ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কিডনির অসুখের কারণেও হতে পারে। যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় নকচুরিয়া। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্রত্যাগ করতে হলে সতর্ক হন। ৪. কম পানিপান সহ আরো অনেক কারণে কিডনিতে স্টোন হতে পারে। সেই স্টোন আবার মূত্রনালীতে চলে আসলে বারবার প্রস্রাব পায়। মূত্র ত্যাগ করার সময় ব্যথা, এমনকি প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতেও পারে। তাই এমন লক্ষণে সাবধান হন। মূত্রনালি কিংবা মূত্রথলির সংক্রমণ হলেও রাতে বারবার প্রস্রাব পেতে পারে। ৫. শরীরে থাইরয়েড হরমোন বা কর্টিসল হরমোনের আধিক্য হলে রাতে একাধিকবার প্রস্রাব পেতে পারে। একই সমস্যা দেখা দেয় রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য ঘটলেও। এ ছাড়া গর্ভাবস্থার প্রথমে ও পরেও বারবার প্রস্রাব পেতে পারে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |