ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
আকস্মিক পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
প্রকাশ: Thursday, 9 October, 2025, 11:34 AM

আকস্মিক পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি

আকস্মিক পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি

রাতের নীরবতা তখনো নেমে আসেনি পুরোপুরি। হাসপাতালের করিডরে চিকিৎসক-নার্সদের নিয়মিত ব্যস্ততা। ঠিক এমন সময়েই আকস্মিকভাবে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রবেশ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। সময় তখন আনুমানিক রাত ৮টা।

এই অনির্ধারিত সফরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা অবাক হলেও মুহূর্তেই সজীব হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচালক মহোদয়কে স্বাগত জানান।

এরপর শুরু হয় হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন। জরুরি বিভাগ থেকে শুরু করে অন্তঃবিভাগের ওয়ার্ডগুলো একে একে ঘুরে দেখেন পরিচালক ডা. রাব্বি। রোগীদের সঙ্গে কথা বলেন, সেবার মান ও চিকিৎসা সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সামগ্রিক সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে রোগীসেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পার্বত্য অঞ্চলের মানুষের একমাত্র ভরসাস্থল। এখানকার চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও সেবামুখী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ভবিষ্যতে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ নতুন কিছু প্রকল্পের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই জানান, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আকস্মিক সফর মাঠপর্যায়ের কাজে নতুন উদ্দীপনা যোগ করবে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে হাসপাতালটির পরিধি ও সেবার মান বৃদ্ধির প্রচেষ্টা চলছে, যা এদিন পরিচালক মহোদয়ের সফরে নতুন অনুপ্রেরণা পেল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status