|
নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল'র জন্মদিন আজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() নতুন সময় সম্পাদক নাজমুল হক শ্যামল'র জন্মদিন আজ প্রিন্ট মিডিয়ায় সৃজনশীল ও ভিন্ন ধারার প্রবর্তক নাজমুল হক শ্যমল ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সৃজনশীলতার স্বাক্ষর রাখেন সাপ্তাহিক "সচিত্র সময়"ম্যাগাজিনের। এর আগে তিনি দৈনিক দিনকাল, দৈনিক মানবজমিন, দৈনিক ইনকিলাব, দৈনিক আমাদের সময়ে কাজ করেছেন, নতুন সময়ে সম্পাদক হিসেবে কাজ করার আগে তিনি দৈনিক আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 'নতুন সময়'র যাত্রা শুরু নাজমুল হক শ্যামলের হাত ধরেই, এখন পর্যন্ত তাঁর দক্ষ সম্পাদনায় এগিয়ে চলছে 'নতুন সময়'। আজকের এই শুভ দিনে 'নতুন সময়' পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক নাজমুল হক শ্যামলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
