চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকে ৪২ টি মোবাইল ফোন উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকে ৪২ টি মোবাইল ফোন উদ্ধার সাব্বির আহমেদ জানান, ভারতীয় একটি ট্রাক বুধবার বিকালে পাথর নিয়ে সোনামসিজদ স্থলবন্দরে প্রবেশ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। তল্লাশি কালে ট্রাকের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাথর বোঝাই ভারতীয় ট্রাক (WB-59C9575) । তবে এর চালক ভারতীয় হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, এর মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, ৫টি স্যামসং, ১টি ওয়ানপ্লাস, ১২টি ভিভো, ৪টি রিয়েলমি, ৩টি রেডমি এবং ৬টি অপ্পো মোবাইল ফোন রয়েছে। তবে কে এই পাথরের আমদানীকারক তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ### |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |