গাজীপুরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে দুপুর ১২টার দিকে স্বজনরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃত ফারুক মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মুলাইদ দক্ষিণপাড়া গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিবেশীরা জানান, সকালে ফারুককে অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে দুপুর ১২টার দিকে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ধর্ণার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ফারুককে ঝুলতে দেখা যায়। ফারুকের এক স্বজন বলেন, "তিনি কেন আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না।" শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |