ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ আশ্বিন ১৪৩২
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১, আহত ১
মাহাবুব হোসেন, গাজীপুর
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 8:43 PM

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১, আহত ১

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১, আহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরো এক ডাকাট গুরুতর আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার  (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে মারধর করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়দার ইসলামের বাড়ি রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামে। তিনি সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিনের বাড়ি ফেনী জেলার মহিরহাট গ্রামে। তিনি মহন দালালের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী মিলে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন। এ সময়  সঙ্ঘবদ্ধ একটি ডাকাত দল বনের ভেতর থেকে বেরিয়ে ডাকাতির প্রস্তুতি নিতে থাকে। এ সময় স্থানীয় পাহারাদাররা দেখে ফেলে। পরে তারা দাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে থাকে।

এ সময় আলামিন নামে একজনকে আটক করে। অন্যান্য আরো ৭ থেকে ৮ জন পালিয়ে যাওয়ার সময় পাশেই আরেকটি গ্রাম ভবানীপুর ভৌরাগাটা এলাকায় হায়দার নামে আরেক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়, এতে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে সেখানে হায়দার নামে একজনের মৃত্যু হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬ টি ডাকাতি মামলা রয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status