ঠাকুরগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও রোড যুব সংসদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট আটটি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা সভাপতি মির্জা ফয়সল আমীনের উপস্থিত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংসদ, ঠাকুরগাঁও রোডের আহ্বায়ক মোঃ সাকের উল্লাহ। উদ্বোধনী খেলায় মাঠে অংশ গ্রহণ কেএসএফএ ঠাকুরগাঁও ও পীরগঞ্জ ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধেই ঠাকুরগাঁও কেএসএফএ ১-০ গোলে এগিয়ে থাকে। খেলার শেষ সময় পর্যন্ত পীরগঞ্জ ফুটবল একাডেমি লড়াই চালিয়ে যায় খেলায় সমতা আনার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এদিকে খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। এই টুর্নামেন্টের আহ্বায়ক রুহুল আমীন সরকার জুয়েল জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত করার লক্ষ্যেই হচ্চে এ আয়োজন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |