|
শ্যামনগরে বিএনপির তৃণমূল নিবেদিত প্রাণ গাজী শাহ আলম
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্যামনগরে বিএনপির তৃণমূল নিবেদিত প্রাণ গাজী শাহ আলম গাজী শাহ আলম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে যে আন্তরিকতা দেখিয়েছেন তা এলাকার মানুষের কাছে প্রশংসনীয়। শিক্ষার প্রতি তাঁর গভীর মনোযোগ রয়েছে। ৫ নং কৈখালী ইউনিয়নের শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনবদ্য। তিনি স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সরাসরি দীর্ঘদিন সম্পৃক্ত আছেন। কৈখালীর ১নং ওয়ার্ডের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়। জামিলা সিদ্দিক দারুল উলুম মাদ্রাসা, মানিকপুর, নূরনগর। শামসুর রহমান পাবলিক গোরস্থান, ভবানীপুর,নূরনগর। জমিরুল উলুম কওমি মাদ্রাসা,আজাদনগর।ফাতেমা হাফেজিয়া মাদ্রাসা,গাজীপাড়া,মেন্দীনগর। এছাড়াও মসজিদ, রাস্তা ও পথচারীদের জন্য নানা ধরণের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের উদ্যোগ তিনি নিয়েছেন। সম্প্রতি তিনি স্কুলগুলোর রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য নিজ উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করেছেন। তিনি দৈনিক নতুন সময় প্রতিনিধিকে বলেন, সামাজিক উন্নতির জন্যেও শিক্ষার প্রয়োজন অনেক। এলাকার সন্তানদের জ্ঞানের আলোয় আলোকিত করতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। পরিচালনার সাথে সম্পৃক্ত থেকেছি। যদি শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে ভালো কিছু করে, মানুষের সেবায় নিজেকে নিবেদিত করে_তবেই এসব প্রতিষ্ঠান গড়া সার্থক হবে।"আমার লক্ষ্য হলো আমাদের এলাকার মানুষ যেন শান্তি ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সুবিধা সহজলভ্য হয়।" এই দৃষ্টিকোণ থেকেই তিনি নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। গাজী শাহ আলম যুব সমাজকে ইতিবাচক দিকনির্দেশনা দেওয়ায়ও বিশেষভাবে পরিচিত। তিনি বলেন, "আমাদের তরুণদের মধ্যে সৎ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক মানসিকতা গড়ে তোলা জরুরি। এজন্য আমি যুবসমাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ৫নং কৈখালী ইউনিয়নের স্থানীয় জনগণ তার সমাজসেবামূলক কাজের প্রশংসা করে বলেন, "গাজী শাহ আলম সবসময় আমাদের পাশে থেকেছেন। আমাদের সমস্যা ও চাহিদা তিনি গুরুত্বসহকারে দেখেন এবং সমাধানের চেষ্টা করেন। সম্প্রতি তিনি সরকারি খাস-খাল উদ্ধার অভিযানে সহায়তা, বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছেন। এছাড়াও অসহায় ও গরিব পরিবারের সহায়তায় নিয়মিত খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেছেন। তার এই উদ্যোগ গ্রামের মানুষদের মধ্যে নতুন উদ্দীপনা যুগিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে যুব সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। গাজী শাহ আলমের নেতৃত্বে কৈখালী ইউনিয়নের যুবকরা এখন ইউনিয়নের বাহিরে শ্যামনগর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহী। সংক্ষেপে, গাজী শাহ আলম তার সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে ৫নং কৈখালী ইউনিয়ন সহ শ্যামনগরের মানুষদের মধ্যে বিশ্বাস ও আস্থা অর্জন করেছেন। তার উন্নয়নমূলক কার্যক্রম এবং যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, তার এই অবদানের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং কৈখালী ইউনিয়নের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে।গাজী শাহ আলম দৈনিক নতুন সময় পত্রিকার প্রতিনিধিকে জানান,মানুষের পাশে থাকতে পারছি এটাই বড় বিষয়। মানবিক বোধ থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছি। সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি, সুশিক্ষা অর্জন করা ছাড়া কোনো মানুষই ভালো কিছু করতে পারে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
