|
আলফাডাঙ্গায় যুবদল নেতার বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
|
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভূমি সংক্রান্ত একটি সালিশ বৈঠকে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুবদলের আহ্বায়ক শাহিন স্থানীয় জনগণের হাতে প্রহৃত হয়েছেন। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বানা ইউনিয়ন বিএনপি শাহিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোর দাবি জানিয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বানা ![]() আলফাডাঙ্গায় যুবদল নেতার বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দূপুরে আলফাডাঙ্গা থানা গোলঘরে একটি জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠক চলাকালে ভূমিদস্যু শাহিন জনতার রোষানলে পড়েন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, শাহিন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের পক্ষে কাজ করেছিলেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, আওয়ামী লীগের আমলে জিল্লুর রহমান বিএনপি নেতা-কর্মীদের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন করেছেন এবং পুলিশ দিয়ে তাদের হয়রানি করেছেন। গত ৫ আগস্ট-২০২৪ তারিখের পর সুযোগসন্ধানী শাহিন মোল্লা রাতারাতি জিল্লুর রহমানের সঙ্গ ত্যাগ করে নিজে জমি দখল, সালিশ-বাণিজ্য, জমি জালিয়াতি, স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলারশিপ পাওয়ার চেষ্টা সহ এলাকায় দীর্ঘদিন যাবৎ নানাবিধ অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ সময় হাদী রতন উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্য করে বলেন যে, শাহীন মোল্লা এ ধরনের নানাবিধ অপকর্মের সঙ্গে তার সম্পৃক্ততা থাকায় আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আপনাদের মাধ্যমে আমি তাহার স্থায়ী বহিষ্কার দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন, বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মৃধা, প্রচার সম্পাদক ডা: সিরাজুল ইসলাম সিরু, আলফাডাঙ্গা উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
