ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
পরশুরামে ১০ গ্রামের 'গলার কাঁটা' অকেজা ব্লুইস গেট
হারুন অর রশিদ, পরশুরাম
প্রকাশ: Thursday, 11 September, 2025, 1:24 PM

পরশুরামে ১০ গ্রামের 'গলার কাঁটা' অকেজা ব্লুইস গেট

পরশুরামে ১০ গ্রামের 'গলার কাঁটা' অকেজা ব্লুইস গেট

পশ্চিম বাগমারা গ্রামের কহুয়া নদী ও মতাই ছড়া খালের সংযোগস্থলে ২০০৫ সালে প্রকল্পের মাধ্যমে সুইস গেটটি নির্মাণ করে পাউবো

পরশুরামে যান্ত্রিক ত্রুটিতে অকেজো হয়ে পড়া কাপ্তান বাজারে কহুয়া নদীর ব্লুইস গেট এখন ১০ গ্রামের মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষিজমি, ভেঙেছে বেড়িবাঁধ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শুরু হয়। ওই প্রকল্পের অধীনে ১২২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও বিভিন্ন স্থানে সুইসগেট নির্মাণ করা হয়।

উপজেলার বক্সমাহমুদ-ছাগলনাইয়া সড়কে খন্ডলহাই বাজারের উত্তর পাশে বয়ে গেছে কহুয়া নদী। কহুয়া নদীতে এসে মিশেছে ভারত থেকে নেমে আসা মতাই ছড়া খাল। পশ্চিম বাগমারা গ্রামের কহুয়া নদী ও মতাই ছড়া খালের সংযোগস্থলে ২০০৫ সালে প্রকল্পের মাধ্যমে সুইস গেটটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ব্লুইসগেটটি একেবারে ছোট। বন্যা শুরু হলে নরনীয়া, কেতরাঙ্গা, পশ্চিম বাগমারা, পূর্ব

বাঘমারা, জমিয়ারগাঁও, গুথুমা ও চারিগ্রামের পানি মতাই ছড়া খাল হয়ে কহুয়া নদীতে এসে পড়ে। সুইস গেটটি সরু হওয়ায় পানি স্বাভাবিকভাবে নদীতে না গিয়ে আটকে থাকে। ফলে এসব গ্রামের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ব্লুইস গেটটি অকেজো থাকায় বোরো মৌসুমে মতাই ছড়া খালে পানি ধরে রাখা যায় না। খালে পানি না থাকায় জমিতেও সেচ দেওয়া সম্ভব হয় না।

পূর্ব বাগমারা গ্রামের বাসিন্দা ওমর ফারুক টিপু বলেন, নির্মাণের ছয় মাসের মধ্যেই সুইস গেটটি নষ্ট হয়ে যায়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যায় না। বন্যার সময় লোকালয়ে পানি চলে আসে। এটি বড় পরিসরে নির্মাণ করা হলে কৃষক ও

সাধারণ মানুষ উপকৃত হবে। জমিয়ারগাঁওয়ের বাসিন্দা সাইফুল ইসলাম জানান,

মতাই ছড়া খাল দীর্ঘদিন খনন না করায় ভরাট ও সরু হয়ে গেছে। এতে বোরো মৌসুমে খালে পানি কম থাকায় কৃষকরা অনেক জমি চাষাবাদ করতে পারেন না। সুইসগেট ছোট হওয়ায় অল্প বৃষ্টিতেই বাগমারা ও জমিয়ারগাঁওসহ অনেকগুলো গ্রাম প্লাবিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সুইসগেটটি কোনো কাজে আসছে না। এটি মেরামত করা প্রয়োজন। ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আহমেদ সুইসগেট অকেজো হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, পাউবোর মেকানিক্যাল বিভাগ যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status