ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা
আলমগীর কবির,আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 11 September, 2025, 11:17 AM

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুসজ্জিত মাঠে এই জমকালো টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্থানীয় খেলাধুলার প্রসারে এবং তরুণদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাম ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি  রাসেল ইকবাল। তিনি বলেন, এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয়, এটি স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে এবং তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে।

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ এবং বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে । টানটান উত্তেজনার এই খেলায় উভয় দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশ টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়  । মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দারুণ উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান এবং একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান।

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

এছাড়াও স্থানীয় বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, জাতীয় নাগরিক পার্টি'র ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ আহমেদ সাহেদ, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, ফরিদপুর জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক রমজান হাসান সহ আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন সংখ্যা কর্মী ও ক্রীড়া মোদী দর্শক শ্রোতা। 

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

আলফাডাঙ্গায় জমকালো আয়োজনে প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ সূচনা

খেলাটির আকর্ষণীয় ধারা বিবরণী দিয়েছেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মাহিদুল হক এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status