|
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বুধবার (৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ![]() বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলুহাটায় এক পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক কামাল হোসেন। সাবেক যুবদল নেতা আতিকুর রহমান জর্জের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপ-সভাপতি আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি আলাউদ্দিন প্রাং, উপজেলা বিএনপির সদস্য শাহিন রেজা, অধ্যাপক এনামুল হক, মাষ্টার সাহানুল ইসলাম, রফিকুল ইসলাম, ছমির উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিএনপি নেতা সালাম পারভেজ, রনি ইসলাম, জাকিরুল ইসলাম জাকির, রাশেদুল হক ফিরোজ, জহুরুল হক খোকন, বকুল সরদার প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
