ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 7:21 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 September, 2025, 7:40 PM

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু

খুলনার পাইকগাছায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথির বক্তব্যে মন্টু বলেন, “১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।  

১৯৮১ সালে তার শাহাদাতের পর দেশনেত্রী খালেদা জিয়া দলটির নেতৃত্ব গ্রহণ করেন এবং ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। তার নেতৃত্বেই বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে। দীর্ঘ ১৬ বছর ধরে দল কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। হাজারো নেতাকর্মী গ্রেপ্তার, নির্যাতন ও গুমের শিকার হয়েছেন। তবুও বিএনপি দমে যায়নি।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য। আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির আহ্বায়ক এস এম ইমদাদুল হকের পরিচালনায়  বক্তব্য রাখেন, আসলাম পারভেজ, এড জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু,শেখ ইমাদুল ইসলাম, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল,কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইমরান সরদার,জিএম আনারুল ইসলাম, সরজিত ঘোষ দেবেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এড সাইফ উদ্দিন সুমন, পবিত্র গীতা পাঠ করেন অমেরেন্দ সরকার।

সমাবেশ শেষে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ অন্যান্য ইউনিটের  নেতা-কর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status