|
পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে ওইদিন রাতে লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
