|
নাসিরনগরে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগরে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার রবিবার রাত নয়টায় দিকে নাসিরনগর থানার পুলিশ উপজেলার চিতনা বাজার থেকে বিস্ফোরক মামলার আসামি ইউপি চেয়ারম্যান জিতু মিয়াকে গ্রেফতার করে। পুলিশ জানায়,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম জানায়,গ্রেফতারকৃত জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়,২০১৮সালের ভোট কারচুপি নির্বাচনে জিতু মিয়ার নেতৃত্বে চিৎনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল ও গুনিয়াউক ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন চেয়ারম্যান এর উপর হামলা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
