|
শ্রীবরদীতে জাহিদুল এর পাশে দাড়িয়েছেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল
রাকিবুল হাসান খোকন
|
![]() শ্রীবরদীতে জাহিদুল এর পাশে দাড়িয়েছেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এ সময় জনাব মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে জাহিদুল ইসলাম ও তার পরিবারকে আশ্বস্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না এর পরিধি সামনে আরো বাড়বে ।সে আরো বলেন জাহিদুল কে হতাশ না হতে । আগামীতে তিনি এবং তার দল জাহিদুলের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এ সময় জনাব মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ফরিদা হক তিনিও ভিডিও কলের মাধ্যমে জাহিদুল ও তার পরিবারকে সাহস যোগান এবং বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ ও দেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে তার দলের নেতা কর্মীদের খোঁজ রাখার জন্য অনুরোধ করেছেন। এসময় বক্তব্য রাখেন, উম্মে হাবিবা রিনা সভাপতি উপজেলা মহিলা দল , এখলাছুর রহমান লিটন সিনিয়র যুগ্ন আহবায়ক যুবদল উপজেলা শাখা, এসময় আরও উপস্থিত ছিলেন শিরিন সুলতানা সাধারণ সম্পাদক উপজেলা মহিলা দল ,চাঁদনী বেগম সিনিয়র সহ-সভাপতি উপজেলা মহিলা দল ,মেসিরন বেগম সভাপতি কাকিলা কুড়া ইউনিয়ন মহিলা দল ,রোজিনা বেগম সাধারণ সম্পাদক কাকিলা কুড়া মহিলা দল, নূরে ইসরাত মাহিন সদস্য মহিলা দল,পারুল বেগম সদস্য মহিলা দল,জোসনা ইয়াসমিন সদস্য মহিলা দল, আনোয়ারুল ইসলাম রানা সভাপতি কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল, মোস্তাইন সরকার সাধারণ সম্পাদক কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল, আনোয়ার হোসেন যুগ্নু সাধারন সম্পাদক কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল, তরিকুল ইসলাম সহ সভাপতি কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল , সাইমন রাসেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল, সোনার উদ্দিন সভাপতি ৬ নং ওয়ার্ড কাকিলাকুরা ইউনিয়ন, ফারুক মিয়া সদস্য যুবদল প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
