|
দেশে এখন বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে: সিরাজগঞ্জ জেলা প্রশাসক
নাবিউর রহমান (চয়ন), কাজিপুর
|
![]() দেশে এখন বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে: সিরাজগঞ্জ জেলা প্রশাসক সোমবার দুপুরে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর প্রথম ব্যাচের ১২৮ জন শিক্ষার্থীর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন। দেশ এবং দেশের বাইরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন যোগ্য কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নিজেদেরকে এখন শুধু চাকুরির মধ্যেই আটকে রাখেন না, তারা উদ্যোক্তাও হচ্ছেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল আমিন ও নিশাত তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্রান্ডার্ড গ্রুপের চীফ হিউম্যান রিসোর্স অফিসার রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
