|
টানা বর্ষণে ফের ডুবেছে নোয়াখালী শহর, স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা
নতুন সময় প্রতিনিধি
|
![]() টানা বর্ষণে ফের ডুবেছে নোয়াখালী শহর, স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা সরেজমিনে শহরের প্রাণকেন্দ্রে পৌর বাজার, আল ফারুক স্কুল রোড, পাঁচ রাস্তার মোড়সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়। কোথাও কোথাও রিকশা, অটো চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে বহু বাসা-বাড়ি, দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছরই একটু বৃষ্টি হলেই শহরের এমন জলাবদ্ধতা দেখা দেয়। অথচ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ও সক্রিয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থেকেই স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে। আল ফারুক স্কুলে আসা আব্দুল মান্নান তালিব গণমাধ্যমকে বলেন, শহরের মধ্যে যেন নদীর মতো অবস্থা। চারপাশে থৈ থৈ পানি। বিদ্যালয়ের আশপাশে এত পানি তা না দেখে কল্পনা করা যাবে না। কয়েক দিনের মধ্যে যদি বৃষ্টিপাত না কমে এবং নিষ্কাশন কার্যক্রম না শুরু হয়, তাহলে শহরে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, ছড়িয়ে পড়তে পারে পানিবাহিত রোগ। শাকিল আহমেদ নামের জেলা শহরের বাসিন্দা গণমাধ্যমকে বলেন, নোয়াখালী শহরের নিচু এলাকা গুলোর জলাধারগুলো প্রায় হারিয়ে গেছে। অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি আর কোথাও যেতে পারে না। যদি এখনই টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে শহর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে। জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে। নোয়াখালী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক জালাল উদ্দীনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য যুক্ত করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি ঢাকায় আছি। বৃষ্টি ও জলাবদ্ধতার কথা শুনেছি। আল ফারুক স্কুলের আশপাশের পুকুরগুলোতে পানি কানায় কানায় পূর্ণ তাই বৃষ্টির পানি সড়কে এসে গেছে। আমরা জলাবদ্ধতা নিয়ে একাধিকবার বসেছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। জনগণের সহযোগিতাও প্রয়োজন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
বঞ্চনার পথ পেরিয়ে রাঙামাটির প্রার্থী: দীপেন দেওয়ান প্রমাণ করলেন, নেতা এক দিনে হয় না
