|
গাজীপুরে ডিস বাণিজ্য কেন্দ্রীক একই দলের দু'গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ডিস বাণিজ্য কেন্দ্রীক একই দলের দু'গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া রোববার (১৫জুন) রাত সোয়া ৯টায় মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, রাতে হঠাৎ একদল লোক লাঠিসোটা নিয়ে যুবদল নেতাকর্মীদের স্থাপনায় হামলা চালায়। এসময় স্থানীয়রা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে ছুটাছুটি করে ঘটনাস্থল ত্যাগ করেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। জানতে চাইলে, নগরীর ৩৭নং ওয়ার্ড যুবদল সভাপতি আশ্রাফুল আলম ও ভূক্তভূগী যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট পতিত আ'লীগ সরকারের পতনের পর থেকে প্রতিপক্ষ বিএনপির মূল দলের একাংশ বিভিন্ন বাণিজ্য দখলে নেয়। তবে আ'লীগ যোগসাজশ থাকায় বিএনপির অংশ হিসেবে আমরা নানা ভাবে প্রতিবাদ করায় প্রতিপক্ষরা হামলা চালায়। এসময় একজন আহত হয়। আমরা স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দদের অবহিত করে এর সুবিচার চাই। অভিযোগে হামলায় ব্যপক আর্থিক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তাঁরা। ![]() গাজীপুরে ডিস বাণিজ্য কেন্দ্রীক একই দলের দু'গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া আলিফ বলেন, ডিস বাণিজ্যের মুনাফার একাংশ আলোচনা সাপেক্ষ পূর্বে দায়িত্বে থাকা ব্যক্তিরাও গ্রহণ করে আসছিলেন। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে পূর্ববর্তী সকলকে বাদ দিয়ে বিএনপির লোকজনই সুবিধা ভোগ করে আসছিলেন। তবে প্রতিপক্ষরা তা মানতে দ্বিমত পোষণ করে ঝামেলার সৃষ্টি করেছেন দলীয় লোকদের বিতর্কিত করার উদ্দেশ্যে। প্রতিপক্ষদের মাঝে বর্তমানে যুবদলের সভাপতি আশ্রাফুল আ'লীগ নেতৃবৃন্দের সংস্পর্শে ছিলেন বলেও জানিয়ে আ'লীগ নেতার পাশে ছবি তুলে ধরেন আলিফ। এছারা বাকি অভিযোগ অস্বিকার করেন তিনি। এ বিষয়ে জানতে বিএনপির গাছা থানা সভাপতি বাবুল সিপাই ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার'র মুঠোফোনে কল করলে নাম্বার বন্ধ থাকায় কারো সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ প্রকৃয়াধীন জানায় পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
