|
গাজীপুরে পুলিশের নানা সরঞ্জামসহ ৬ ভুয়া পুলিশ গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে পুলিশের নানা সরঞ্জামসহ ৬ ভুয়া পুলিশ গ্রেফতার শনিবার (১৪ জুন) দুপুরে পূবাইল থানার আওতাধীন মিরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবকরা হলেন, নারায়কুল এলাকার মৃত হাবিবের ছেলে ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)। পুলিশ নিশ্চিত করে, অভিযানের সময় তাদের কাছ থেকে দু'টি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত পুলিশি হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
বঞ্চনার পথ পেরিয়ে রাঙামাটির প্রার্থী: দীপেন দেওয়ান প্রমাণ করলেন, নেতা এক দিনে হয় না
