ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 1 June, 2025, 9:42 PM

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া  চর্চা কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া  চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।  আজ ১লা জুন রোবরাব দুপুরে কুড়িগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চর্চাকেন্দ্রে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

উদ্বোধনকালে আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সাহিত্যের মাধ্যমে আমাদের যারা অনুপ্রাণিত করে, আমাদের  কচিকচি  সোনামনিরা  তাদের যেন জানতে পারে। সবসময় যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সত্যের পথে চলতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটি স্কুলে যেন এরকম একটি চর্চা কেন্দ্র তৈরি হয়। সেটা হতে পারে নজরুল চর্চা কেন্দ্র, ভাওয়াইয়া চর্চা কেন্দ্র বা অন্য যেকোন চর্চা কেন্দ্র। সে চর্চাকেন্দ্র থেকে সকলেই যেন উদ্বুদ্ধ হয়। এরই
ধারাবাহিকতায় আজকে এই চর্চা  কেন্দ্রের উদ্বোধন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার  সাঈদা পারভীন, প্রাক্তন মেয়র আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম এ ওয়াজেদ, মিডিয়া প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, আহম্মেদুল কবির প্রমূখ।

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে নজরুল ও ভাওয়াইয়া  চর্চা কেন্দ্রে নজরুলের  গান, কবিতা, জীবনী  এবং  উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চার বিশদ সংগ্রহশালা তৈরি করে কুড়িগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের গান, কবিতা, আদর্শ ও নৈতিকতা ছড়িয়ে দিতে স্কুল কর্তৃপক্ষ এই চর্চার কেন্দ্রের আয়োজন করে। 
স্কুলের শিক্ষার্থী মুরসালাত খান রাদ বলেন,' আমি মনে করি প্রতিটি স্কুলে এরকম চর্চা কেন্দ্র হওয়া উচিৎ।  যাতে করে আমাদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ হয়। 

অবিভাবক মাসুম বিল্লাহ্ বলেন, নজরুল ও ভাওয়াইয়া গানের এই চর্চা কেন্দ্র খুবই প্রয়োজন ছিল। এই চর্চা কেন্দ্রে আমাদের প্রজন্মের জন্য
 বড় একটি সুযোগ তৈরি হলো। আমি আশা করি এই  চর্চা কেন্দ্রের  মাধ্যমে আগামী প্রজন্ম একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে। 

২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রোখসানা বেগম বলেন , আমাদের এই নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র আমরা আজ উদ্বোধন করলাম। এর পিছনে আমাদের  জেলা প্রশাসকের বড় একটি ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীকে  লেখাপড়ার পাশাপাশি সামাজিক নীতি নৈতিকতার বেশি বেশি চর্চা করা উচিত। এক্ষেত্রে আমাদের জাতীয় কবি  নজরুল অন্যতম। 

কাজী নজরুল ইসলাম সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তিনি তার রচনা ও গানে সব সময় সাম্যের কথা বলতেন। তিনি নারীদেরও যোগ্য সম্মান দিয়েছেন।  পাশাপাশি ভাওয়াইয়া গানের ধাম নদ-নদী ময়  আমাদের কুড়িগ্রাম। কুড়িগ্রাম  জেলা ভাওয়াইয়া গানে সমৃদ্ধ। ভাওয়াইয়া গান ভালোবাসার কথা বলে। মানুষের মিলনের কথা বলে।মানুষে-মানুষে বন্ধুত্বের কথা বলে। এই  চর্চা কেন্দ্রে থেকে জ্ঞানের ভান্ডার করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হলো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status