|
স্কুল মাঠে পশুর হাট, নির্বিকার প্রশাসন: বিএনপি নেত্রীর প্রভাবের অভিযোগ
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() স্কুল মাঠে পশুর হাট, নির্বিকার প্রশাসন: বিএনপি নেত্রীর প্রভাবের অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রবিবার ও বুধবার স্কুল মাঠে বসছে এই হাট। যদিও ইজারা পেয়েছেন কুড়িগ্রামের ওহেদ-রানা নামের দুই ব্যক্তি, তবে অভিযোগ রয়েছে বিএনপি নেত্রী রুজি হাটটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করছেন। তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষিকাও। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে সারি সারি গরু-ছাগল খুঁটির সঙ্গে বাঁধা। মাঠে বসানো হয়েছে বাঁশের খুঁটি। পাশের মাটিকাটা-হরিপুর সড়কে যানজটও তৈরি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু জানান, "আমার চাকরির বয়স শেষ, ঝামেলায় যেতে চাই না। তবে ইউএনও স্যার চাইলে হাটটি সরানো সম্ভব।" হাট পরিচালনার বিষয়ে জেয়ারা খাতুন রুজি বলেন, "জনস্বার্থে এলাকাবাসী চাইলে হাট বসানো যেতে পারে। আমরা নিয়ম মেনেই প্রসেস করেছি।" এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাকের মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, "স্কুলে হাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে যারাই জড়িত, তারা দায়ী থাকবেন।" স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
