ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
স্বামী, সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 June, 2025, 9:35 PM

স্বামী, সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছেins class=

স্বামী, সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে

বেশ কয়েক দিন ধরেই খবর রটেছে, একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সারিকা সাবরিন। এমনটাও শোনা যাচ্ছে, এই সম্পর্কের কারণে নাকি সারিকার বর্তমান স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলছে। সারিকা বললেন, ‘আমার জীবনে এ রকম কোনো ঘটনা ঘটেছে, অথচ আমিই জানি না।’

গত শুক্রবার স্বামী–সন্তান নিয়ে ঘুরতে বের হয়েছিলেন এই অভিনেত্রী। এমন সময় তিনি প্রথম বিয়েবহির্ভূত সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা সম্পর্কে জানতে পারেন। সারিকা জানান, এই ঘটনাগুলো পুরোপুরি কাল্পনিক, ভিত্তিহীন। এটার কোনো সত্যতা নেই। কে বা কারা ঘটনাগুলো ছড়াচ্ছে, সেটাও তিনি জানেন না।

সারিকা বলেন, ‘আমার কথা পরিষ্কার, আমি স্বামীর সঙ্গে আছি। বেশ ভালো আছি। এমন খবর শোনার পর অবাক হয়েছি। আমার স্বামীও এসব খবর দেখেছে এবং বলেছে অবান্তর কিছুতে কান না দিতে। যে বা যারা আমার নামে এমন কথা ছড়াচ্ছে, তারা একবারের জন্যও আমার সঙ্গে কথা বলেনি। কার কাছ থেকে এমন খবর সামনে এল,  বুঝতে পারছি না। যেখানে আমরা ভালো আছি, সেখানে বিচ্ছেদের প্রসঙ্গ কেন আসবে। স্বামী সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কেমনটা লাগে।’

‘যারা বলছে তারা তো আপনার বিচ্ছেদই নয়, বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়েও কথা বলছে, কেউ কেউ এমনটাও বলছে একজন অভিনেতার ব্যবসায়ী বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক’, এমন প্রশ্নে সারিকা বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরকীয়ার খবর পুরোপুরি অবান্তর। পুরোটাই মিথ্যা। এসবের ভিত্তি নেই। এটা খুবই দুঃখজনক, আমি আবার বলছি, আমরা ভালো আছি, সুন্দরভাবে জীবন কাটাচ্ছি জেনেও যারা এ রকম করছে, তারাই ভালো জানে, কেন এমনটা করছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীর সঙ্গে সারিকার বিয়ে হয়। তাঁদের চার বছরের সংসার। সবশেষে সারিকা বলেন, ‘এই সময়টায় কখনোই আমরা আলাদা থাকিনি। অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিক খুনসুটি বা ঝগড়া হয়েছে, কিন্তু তা কখনোই সম্পর্কের ভাঙনের পর্যায়ে যায়নি। আর সেই সব সামান্য বিষয় আমরা বহু আগেই পেছনে ফেলে এসেছি।’

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে বিয়ে হয় সারিকার। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status