ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লীষ্টদের নিয়ে জিএমপির মতবিনিময়
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 1 June, 2025, 8:27 PM

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লীষ্টদের নিয়ে জিএমপির মতবিনিময়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লীষ্টদের নিয়ে জিএমপির মতবিনিময়

পবিত্র  ঈদ-উল-আযহা, উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১জুন) ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড-১) জনাব মোঃ ইয়াসীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান।

সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, "ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে।

জিএমপি কমিশনার বলেন, "ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশী টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে"।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী-সওজ, জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল  হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

এতে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার-গাজীপুর, পুলিশ সুপার-ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, উপ-পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাস পরিবহন মালিক সমিতি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status