|
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লীষ্টদের নিয়ে জিএমপির মতবিনিময়
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লীষ্টদের নিয়ে জিএমপির মতবিনিময় সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, "ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে। জিএমপি কমিশনার বলেন, "ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশী টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে"। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী-সওজ, জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান। এতে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার-গাজীপুর, পুলিশ সুপার-ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, উপ-পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাস পরিবহন মালিক সমিতি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
