|
ইন্টারনেট ব্যবসায় চাঁদাদাবি ও হত্যা হুমকি: আতঙ্কে গাছা থানায় দেলোয়ারের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইন্টারনেট ব্যবসায় চাঁদাদাবি ও হত্যা হুমকি: আতঙ্কে গাছা থানায় দেলোয়ারের অভিযোগ জানা যায়, মহানগরের ৩৩নং ওয়ার্ডের খাইলকুর এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী দেলোয়ার ও তার পরিবার একদল দুর্বৃত্তের চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি তার ব্যবসা থেকে মাসিক চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দেয়। দেলোয়ার জানান, “তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। না দিলে ইন্টারনেট লাইন কেটে দেওয়া ও আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছে। আমি গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।” এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খাইলকুর ও আশপাশের আরও কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তা (ব্যবসায়ীরা) জানিয়েছেন, একই ধরনের হুমকির মুখে তারা ব্যবসা চালাতে আতঙ্কিত ও ভিত সন্তুষ্ট হয়ে পড়েছেন। দেলোয়ারের দাবি চলতি বছরের গত ১৮মে গাজীপুর মহানগরের (৩৩নং ওয়ার্ড) গাছা থানার খাইলকুরে তার নিজ মালিকানাধিন ব্যবসা প্রতিষ্ঠানে তিন লাখ টাকা চাঁদাদাবি করে সন্ত্রাসীরা। এছারা ইন্টারনেট সেবাগ্রহীতাদের থেকে জোড়পূর্বক মাসিক বিলও নিয়ে নিচ্ছে প্রতিপক্ষ সন্ত্রাসী চাঁদাবাজরা। তাদের মধ্যে শাহিন আ'লীগের রাজনিতীর সাথে আতাত করে চলেছে বিগত সরকারের সময়কালীন, বর্তমানে তিনি বিএনপির নেতা বনে গেছেন দাবি শাহিনের। স্থানীয় বিএনপির রাজনিতীর সাথে জড়িত দেলোয়ার অভিযোগে আরো উল্লেখ করেন, গত বছরের ২জুন থেকে তার ব্যবসা দখলে মরিয়া হয়ে তাকে ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। শাহিন, তোফায়েল ও সাগর ওরফে কাঞ্চন নামে তিনজনের নাম উল্লেখসহ ১০-১২জনের বিরুদ্ধে এমন নানা অভিযোগ দেলোয়ারের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাছা থানায় ইতোমধ্যে একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভূক্তভূগী দেলোয়ার। তাদের (দোষীদের) বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলাও রয়েছে দাবি দেলোয়ারের। স্থানীয় একাধিক বাসিন্দারা এই ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে অভিযুক্ত শাহিন জানান, বিটিআরসি থেকে নিবন্ধিত আমার মালিকানাধিন ডিস ও ইন্টারনেট ব্যবসা। মিথ্যা অযুহাতে প্রতিপক্ষরা আমার বাণিজ্য দখলে হামলা ভাঙচুর চালিয়েছে। এসব অভিযোগ মিথ্যা দাবি শাহিনের। তবে বাকি দু'জন অভিযুক্তের সাথে কথা বলা সম্ভব হয়নি। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
