ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের কৌশল, গ্রেফতার ৭, মালামাল জব্দ
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 1 June, 2025, 7:43 PM

পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের কৌশল, গ্রেফতার ৭, মালামাল জব্দ

পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের কৌশল, গ্রেফতার ৭, মালামাল জব্দ

র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২) কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। 

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শনিবার (৩১ মে ) রাত অনুমান ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া‘কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মমনসিংহ,২। মোঃ মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ, সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, সাং-৩৬নং ওয়ার্ড (মালিবাগ রেলগেইট), থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, ৫। মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৬। মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৭। মোঃ মোতালিব (৩৬), পিতা-মৃত নবী হোসেন, সাং-তাতকুড়া,থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status