|
গাজীপুরের সাইনবোর্ড এলাকায় পানি পানে শতাধিক শ্রমিক হাসপাতালে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের সাইনবোর্ড এলাকায় পানি পানে শতাধিক শ্রমিক হাসপাতালে পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিঃ নামের ওই কারখানায় ২৮শ শ্রমিক কর্মরত। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কারখানার সরবরাহকৃত পানি পান করার পর প্রথমে কয়েকজন পেটব্যথায় আক্রান্ত হন। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় শতাধিকে ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা অসুস্থদের স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে গুরুতর অসুস্থ শ্রমিকদের মধ্যে ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহ আলী বলেন, গুরুতর অসুস্থ ৬৭ জন ভর্তি আছে। এর মধ্যে ১১ জন নারী শ্রমিক অন্তঃসত্ত্বাও রয়েছেন । তাদেরকে আমাদের গাইনি বিভাগের চিকিৎসকের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং ৭০ থেকে ৭৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সবাই বমি ও পেট-ব্যথায় আক্রান্ত ছিলেন। অপরদিকে কারখানার জিএম অ্যাডমিন মোঃ রাজন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে আমরা এ বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বলেন, সকালে কাজে যোগদানের পর শ্রমিকরা পানি পান করে অসুস্থ হতে থাকেন। ক্রমসই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ আজকের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ শ্রমিকদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কারো অবস্থা গুরুতর হলে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
