ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
মো মাসুদ রানা , গাজীপুর
প্রকাশ: Sunday, 1 June, 2025, 7:26 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 June, 2025, 7:31 PM

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউজি) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, মোঃ শওকত হোসেন সরকার। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের মহানায়ক, যিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিলেন,আমরা যেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারি।”

রবিবার ১ জুন গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এইচ এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক, হেদায়েত উল্লাহ।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি, মোস্তাফিজুর রহমান টিটু; সাবেক সভাপতি নাসির আহমেদ ও খাইরুল ইসলাম, সহ-সভাপতি, মোঃ রেজাউল বারী বাবুল; সাধারণ সম্পাদক, শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম; সদস্য  যুবদল নেতা মোখলেছুর রহমান এবং বিপি জয়নাল আবেদীন তালুকদার; জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাহ; বিএনপি নেতা, কামরুজ্জামান শামীম ও রোকনুজ্জামান উজ্জল প্রমুখ।

বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, সংকটে সাহসী ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা তুলে ধরে বলেন, “তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আজকের প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আলোচনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status