|
কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাবিউর রহমান চয়ন, কাজিপুর
|
![]() কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু সোমবার বেলা ১টার দিকে উপজেলার মেঘাই এলাকার বালুর পয়েন্টের জমে থাকা পানিতে ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশু ঐই গ্রামের দরিদ্র কৃষক আবদুল মালেকের মেয়ে। নিহত শিশুর প্রতিবেশী চাচা আজগর আলী জানান, শিশুটির মা ওই পুকুরের পানিতে কাপড় পরিষ্কার করছিলেন। এসময় মারিয়া (৭) ও তার ছোট বোন ফাতেমা (৪) পানির ধারে খেলছিল। কিছুক্ষণ পর কাজ শেষ করে তাদের মা বাড়িতে চলে আসেন। অনেক সময় হয়ে গেলেও তাদেরকে কোথাও দেখা যাচ্ছিল না। বালুর পয়েন্টের শ্রমিকেরা কাজ করার সময় মারিয়াকে পানিতে ভাসছে দেখে এগিয়ে গিয়ে মারিয়াকে মৃত অবস্থায় ও ফাতেমাকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কাজিপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
