|
টঙ্গীতে র্যাবের অভিযানে আটক ৬, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে র্যাবের অভিযানে আটক ৬, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ র্যাব জানায়, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পরিচালিত র্যাবের এই অভিযানে মাজার বস্তির বিভিন্ন ঘরে (মাদক স্পটে) তল্লাশি চালিয়ে একটি বৈদেশিক আগ্নেয়াস্ত্র, হেরোইন সদৃশ দু'টি প্যাকেটজাত মাদকদ্রব্য-সহ মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। মাজার বস্তি এলাকাটির অনেকেই মাদক, ছিনতাই-রাহাজানি ও নানা সন্ত্রাসীমূলক অপকর্মে জড়িত বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয়রা। অভিযান সূত্রে আরো জানা গেছে, গাজীপুর মহানগর টঙ্গী থানা শাখার তাঁতী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তারের পর তার দেয়া সু-নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নানা চাঞ্চল্যকর তথ্য উদঘাটন-সহ উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র মাদক ও মাদক সেবনের নানা সামগ্রী। উপস্থিত গণমাধ্যম কর্মীদের এমনটি জানিয়েছেন র্যাব সদস্যরা। এতে জব্দ করা হয়, ভারতের তৈরী আগ্নেয়াস্ত্র রিভলবার একটি, একটি আধুনিক ও একটি বাটন মোবাইল ফোন, ৪রাউন্ড শর্টগান বুলেট, ১৯৫গ্রাম হেরোইন ও নগদ ১৪০০টাকা। অভিযান চলাকালে মাজার বস্তির বিভিন্ন মাদকের স্পটগুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় বস্তি এলাকার মাদক বিক্রির অধিকাংশ স্পট থেকে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনরত বিভিন্ন অপরাধীরা অভিযানের খবর আঁচ করতে (টের পেয়ে) পেরে সুরঙ্গের ন্যায় অলি-গলি যোগে কৌশলে দৌঁড়ে পালিয়ে যেতেও দেখা যায়। র্যাব জানায় এর আগে গতবছরের ৫আগস্টের আন্দোলনে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও নানা অপরাধের অভিযোগ রয়েছে গ্রেপ্তার সৈকতের বিরুদ্ধে। তাছারা অভিযান চালিয়ে ইতোপূর্বে থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গ্যাসগান কার্তুজ উদ্ধার করা হয়েছিলো ওই একই স্থান থেকে। শাহরিয়ার হোসেন সৈকত-সহ (৩২), অভিযানে গ্রেপ্তার অন্যান্যরা হলেন- মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮) মোঃ হিরা, মোঃ বায়জিদ (২৭), মোঃ জাহিদ (১৯), ও মোঃ নূর ইসলাম (২৭)। তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব জানায় গ্রেপ্তার সকলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লীষ্ট থামায় হস্তান্তর কার্যক্রম প্রকৃয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
