ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
টঙ্গীতে র‍্যাবের অভিযানে আটক ৬, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 10 April, 2025, 11:44 AM

টঙ্গীতে র‍্যাবের অভিযানে আটক ৬, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ

টঙ্গীতে র‍্যাবের অভিযানে আটক ৬, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ

গাজীপুর মহানগরীর টঙ্গী মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে ছিনতাই, মাদকের কারবার-সহ নানা অপরাধে জড়িতের দায়ে ৬ ব্যাক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র এবং সর্ট-গানের ৪রাউন্ড এমুনিশন। বুধবার (৯এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাতভর চলা এই অভিযানে র‍্যাব-১ এর বিপুল সংখ্যক সদস্যরা অংশ নিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

র‍্যাব জানায়, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পরিচালিত র‍্যাবের এই অভিযানে মাজার বস্তির বিভিন্ন ঘরে (মাদক স্পটে) তল্লাশি চালিয়ে একটি বৈদেশিক আগ্নেয়াস্ত্র, হেরোইন সদৃশ দু'টি প্যাকেটজাত মাদকদ্রব্য-সহ মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। মাজার বস্তি এলাকাটির অনেকেই মাদক, ছিনতাই-রাহাজানি ও নানা সন্ত্রাসীমূলক অপকর্মে জড়িত বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয়রা। 

অভিযান সূত্রে আরো জানা গেছে, গাজীপুর মহানগর টঙ্গী থানা শাখার তাঁতী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তারের পর তার দেয়া সু-নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নানা চাঞ্চল্যকর তথ্য উদঘাটন-সহ উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র মাদক ও মাদক সেবনের নানা সামগ্রী। উপস্থিত গণমাধ্যম কর্মীদের এমনটি জানিয়েছেন র‍্যাব সদস্যরা। 

এতে জব্দ করা হয়, ভারতের তৈরী আগ্নেয়াস্ত্র রিভলবার একটি, একটি আধুনিক ও একটি বাটন মোবাইল ফোন, ৪রাউন্ড শর্টগান বুলেট, ১৯৫গ্রাম হেরোইন ও নগদ ১৪০০টাকা।

অভিযান চলাকালে মাজার বস্তির বিভিন্ন মাদকের স্পটগুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় বস্তি এলাকার মাদক বিক্রির অধিকাংশ স্পট থেকে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনরত বিভিন্ন অপরাধীরা অভিযানের খবর আঁচ করতে (টের পেয়ে) পেরে সুরঙ্গের ন্যায় অলি-গলি যোগে কৌশলে দৌঁড়ে পালিয়ে যেতেও দেখা যায়।

র‍্যাব জানায় এর আগে গতবছরের ৫আগস্টের আন্দোলনে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও নানা অপরাধের অভিযোগ রয়েছে গ্রেপ্তার সৈকতের বিরুদ্ধে। তাছারা অভিযান চালিয়ে ইতোপূর্বে থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গ্যাসগান কার্তুজ উদ্ধার করা হয়েছিলো ওই একই স্থান থেকে।

শাহরিয়ার হোসেন সৈকত-সহ (৩২), অভিযানে গ্রেপ্তার অন্যান্যরা হলেন- মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮) মোঃ হিরা, মোঃ বায়জিদ (২৭), মোঃ জাহিদ (১৯), ও মোঃ নূর ইসলাম (২৭)। তথ্যের সত্যতা নিশ্চিত করে র‍্যাব জানায় গ্রেপ্তার সকলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লীষ্ট থামায় হস্তান্তর কার্যক্রম প্রকৃয়াধীন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status